নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসাইন গণসংযোগ করেছেন। রবিবার বেলা ১১ টায় মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি গণসংযোগ করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ঈগল মার্কার পক্ষে স্লোগান দেন সমর্থকরা। বাজারের ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেওয়ার পাশাপাশি কুশল বিনিময় করেন সাবেক এই ছাত্রলীগ নেতা। পরে এক পথসভায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসাইন। পরে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার নব্বইরশি, পোলেরহাট বাজার, কামলা, বড়বশশিবাওয়া, মসনীসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন এম আর জামিল হোসাইন।
তিনি বলেন, ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করা থেকে শুরু করে সারাজীবন আওয়ামী লীগ করেছি। বিভিন্ন সুবিধা-অসুবিধায় দলীয় নেতাকর্মী ও এলাকার মানুষের পাশে থেকেছি। মনোনয়ন চেয়েছিলাম দলের কাছে, দল দেয়নি। কিন্তু স্বতন্ত্র নির্বাচন করার অনুমতি দিয়েছেন। এজন্যই আমি নির্বাচন করছি। ভোটাররা আমাকে ভোট দিলে নির্বাচিত হয়ে এলাকার বেকারত্ব দূর করার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থান করার আশ্বাস দেন এই নেতা।