নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে ১০ কেজি গাঁজাসহ কালাম আকন(৫৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকার শ্যামল দত্ত’র চায়ের দোকানের সামনে সড়কের উপর থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা লাগেজ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটক কামাল আকন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মৃত মোকছেদ আলী আকনের ছেলে। আটককৃতের বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।