বাগেরহাট:বাগেরহাটের কচুয়ায় প্রেমিকার বাড়ির সামনে থেকে রাজু শেখ (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের আয়না বেগমের বাড়ির সামনের একটি কচা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় কচুয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে। রাজুর পরিবারের দাবি শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি রাজু শেখ।
নিহত রাজু শেখ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাহেবার গ্রামের সাইফুল শেখের ছেলে।
নিহতের চাচা শেখ আছাবুল ইসলাম বলেন, রাজুর সাথে দীর্ঘদিন ধরে কচুয়ার আয়না বেগমের মেয়ের সম্পর্ক ছিল। পাঁচ মাস আগে ওই মেয়ে আমাদের বাড়ি চলে আসছিল। তার পরিবারকে ডেকে মেয়ে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু শুক্রবার বাড়ি থেকে বের হয়ে রনাজু আর ফেরেনি। পরে সোমবার বেলা ১১টায় কচুয়া থানা পুলিশ আমাদের ফোন করে জানালে আমরা মরদেহ গ্রহন করি। আমার ভাইয়ের ছেলে রাজুকে ওরা মেরে ঝুলিয়ে রেখেছে। আমরা এর বিচার চাই।
তবে এ বিষয়ে মেয়ের বাড়ির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহসিন বলেন, নিহত রাজুর সাথে আয়না বেগমের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করছি প্রেমিকার সাথে বনিবোনা না হওয়ার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাজু। খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্দন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।