ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
বাগেরহাট:বাগেরহাটের মোংলায় শরীরে ভ্যানের ধাক্কা লাগায় মোঃ আল আমিন শেখ (৪৫) নামের এক ভ্যান চালককে কিল-ঘুষি মেরে হত্যা করেছে হেলাল ভুইয়া (২৫) নামের এক ব্যক্তি। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মোংলা পৌরসভার মামারঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আল আমিন মালগাজী এলকার সবুর শেখের ছেলে। মারধরকারী হেলাল ভুইয়া মামার ঘাট এলাকার ব্যবসায়ী শহিদুল ভুইয়ার ছেলে। হেলালের বিরুদ্ধে এর আগেও মারামারি সংক্রান্ত ২টি মামলা রয়েছে মোংলা থানায়।
মোংলা ভ্যান রিক্সা ইউনিয়নের সভাপতি ইদ্রীস আলী বলেন, আল আমিনের ভ্যান ঢালু থেকে উপরে ওঠার সময়, হেলালের গায়ে স্পর্শ করে। এতে ক্ষিপ্ত হয়ে হেলাল আল আমিনকে বেধরক মারধর করে। হেলালের মারধরের ফলেই আল আমিনের মৃত্যু হয়। হেলাল একাধিক মামলার আসামী। সে একজন মাদকাসক্ত। এর আগেও অনেককে মারধর করেছে হেলাল। আমরা হেলালের বিচার চাই।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, দুপুর দেড়টার দিকে মামারঘাট এলাকা দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিল মোঃ আল আমিন শেখ। তখন অসাবধনতাবসত এক ব্যক্তির গায়ের সাথে আল আমিনের ভ্যানের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সে আল আমিনকে বেধরক মারধর করে। এক পর্যায়ে আল আমিন অচেতন হয়ে পড়লে, স্থানীয়রা তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষনা করেন।
তিনি আরও বলেন, আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হসাপাতালে পাঠানো হয়েছে। আমরা স্থানীয়দের মাধ্যমে মারধরকারীকে শনাক্ত করেছি। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।