নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এই নিয়ে তিনি ৪র্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে ৯৬টি কেন্দ্রের ফলাফলে ৮৪ হাজার ৩৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী হাবিবুন নাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র পার্থী ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন ৫৮ হাজার ৪৬৮ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুই উপজেলার এই আসনে ২ লাখ ৫৪ হাজার ৮৫৮ জন ভোটার ও সাতজন প্রার্থী ছিলেন। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।